আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় প্রবীন মুসলিম সম্মাননা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের লাউজানী বাজার মসজিদে সিরাতুন্নবী (সাঃ) বাস্তবায়ন সংঘের উদ্যোগে ও সংঘের সভাপতি মাওঃ সাইফুল্লাহ বিন কোরবান ও সিনিয়র সহ-সভাপতি গাজী ফয়েজের সার্বিক সহযোগিতায় ৫০টি পরি বারের প্রবীন সদস্যদের মাঝে জায়নামাজ, তসবী ও আতর বিতরণ করা হয়।
এ সময় ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া
থেকে আগত মাওঃ হাসান আল মামুন (লাল)। এসম য় উপ স্থিত ছিলেন সিরাতুন্নবী (সাঃ) বাস্তবায়ন সংঘের সভা পতি মাওঃ সাইফুল্লাাহ বিন কোরবান, সাধারণ সম্পাদক আবু রাসেল, মকবুল হুসাইন, আনোয়ারুল ইসলাম, আজাদ হোসেন সহ ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের লাউজানী, লক্ষিপুর, মল্লিকপুর, জয়কৃ ষ্ণপুর, নওদাপাড়া এবং নওয়াপাড়া গ্রামের প্রায় দেড়শতা ধিক প্রবীন ব্যক্তি।