আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বাঙালীর ঐতিহ্যকে ধরে রাখতে রংবেরঙের পাঞ্জাবী ও শাড়ি বাঙালিয়ান পোশাকে বর্ষবরণ ১৪৩০ উৎসবে উদযাপিত হয়েছে।
বাঙালিয়ান বর্ষবরণ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও ঝিকরগছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, অমিয় বিশ্বাস, মুনির হোসেন, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।