আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপ জেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য ইনব্রিড (উফশী) জাতের বিভিন্ন শাকসবজি এবং মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফি সার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (০৮ অক্টোবর) সকাল ১১টার সময় কৃষি অফিসের কনফা রেন্স রুমের অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস স মাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দা শ, আইয়ুব হোসেন, অর্ধেন্দু পাড়ে, মফিজুল ইসলাম, জাহিদুল ইসলাম, কৃষক-কৃষানী সহ আরও অনেকে।
Bartabd24.com সব খবর সবার আগে