আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় বোন ও বোনাইয়ের কর্তৃক পাকা ইটের দেয়াল ঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দা য়ের করেছেন কৃষ্ণনগর (ঝিকরগাছা বাজার রাজাপট্টি) গ্রা মের মৃত গোলাম মৌর্তুজা চৌঃ ছেলে গোলাম ফারুক চৌঃ।

উক্ত অভিযোগে বিবাদী করেছেন মোবারকপুর (ধোপাপাড়া) গ্রামের মৃত আলী হোসেনের ছেলে কবির হোসেন (৪৫), পলা শ হোসেন (৪০), ঝিকরগাছা বাজার হল রোড গ্রামের মৃত গোলাম মৌর্তুজা চৌঃ এর মেয়ে মোছাঃ রুপা চৌঃ (৫৭) ও তার স্বামী- আব্দুল্লাহ আল-ফারুক (৬০) সহ অজ্ঞাত ১০/১৫ জন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী রুপা ও আব্দুল্লাহ আল-ফারুক বাদীর বোন এবং বোনাই। বিবাদীগন খুব খারা প প্রকৃতির লোক। বিবাদী রুপা ও আব্দুল্লাহ আল-ফারুকের সহিত বাদীর জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

বাদী অত্র থানাধীন কৃষ্ণনগর মৌজায় সাবেক দাগ নং ৭৩৭, হাল দাগ নং- ১৭৩১ তে ৪.২৫ শতক জমি রয়েছে। উক্ত জমি তে বাদীর দোকান ঘর তৈরী করিতে থাকে। বিবাদীগন উক্ত বিষয়টি জানতে পেরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল অনু মান ০৯টার দিকে বিবাদীগন সহ অ জ্ঞাতনামা ব্যাক্তিরা দেশী য় অস্ত্র এবং লাঠি সজ্জায় সজ্বিত হইয়া বাদীর জমিতে এসে বাদির দোকান ঘরের নির্মানধীন কাজ করিতে নিষেধ করে। তখন বাদী, বিবাদী রুপা কাছে উক্ত বিষয়ের কারণ জানতে চাহিলে বিবাদীগন সহ অজ্ঞা তনামা ব্যাক্তিরা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।.

তখন বাদী গালিগালাজ করি তে নিষেধ করিলে বিবা দীগন ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা বাশের লাঠি সহ অন্যান্য জিনি সপত্র দিয়ে বাদির পাকা ইটের দেয়াল ঘর ভাংচুর করে অনুঃ এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে বাদীকে মারপিঠ করি তে উদ্যৎ হয়। এমনকি বিবাদী গন বাদীকে মারপিঠ ও হুমকি প্রদান করে বলে যে, উক্ত বি ষয় নিয়ে বেশী বাড়াবাড়ী করলে পরিনাম খুব খারাপ হবে ও বড় ধরণের ক্ষতি সাধন করিবে বলে হুমকী দেয়।

থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত পরিদর্শক ইব্রা হীম আলী বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আ দালতে গেলে ভালো হয়।

তবুও আমার নিকট যেহেতু এক টা অভি যোগ এসেছে। ঘটনার উপর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *