আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাগর হোসেন নামে (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
সে মনিরামপুরের স্থানীয় বাসিন্দা হলেও তার জাতীয় পরিচ য়পত্র অনুযায়ী ঢাকা যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালীর আর শাদ আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও মোটরসাইকেলের চালক সূত্রে জানা যায়, শনিবার (৭ অক্টোবর) ভোরে সাতক্ষীরা থেকে যশোর মনি হার সিনেমা হলের সামনে পৌঁছে দেওয়ার জন্য সাগরকে নিয়ে মোটরসাইকেলের চালক রওনা হয়।
পথিমধ্যে সকাল ৭টা ২০মিনিটের সময় পৌরসদরের উপজে লা মোড়ে আসলে অজ্ঞাতনামার এক মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে ভাড়া চালিত মোটরসাইকেলের পেছনের দিকে বসে থাকা মোটরসাইকেল আরোহী সাগর পড়ে যায়।
ধারণা করা হচ্ছে সাগর মোটরসাইকেলের পিছনে বসে ঘুমিয়ে পড়েছিল এবং তার অসাবধানতার বসত পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। তাৎক্ষণিকভাবে সংবাদ
পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছায় এবং মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পূর্বে নাভারণ হাইওয়ে থানার সদস্যবৃন্দরা উপস্থিত হয়ে দেখভাল শুরু করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান নাভারন হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।