আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : সমৃদ্ধ পরিবার কর্মসূচির আওতায় যশোরের ঝিকরগাছায় উন্নততর জীবনের প্রত্যাশায় সমৃদ্ধ পরিবার গঠনের লক্ষ্যে নির্বাচিতদের মাঝে উপকরণ ও চলতি মূলধন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ মে) দুপুর ১২টার সময় পৌর সদরের মোবারকপুর কলেজপাড়ার স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে ঝিকরগাছা পেন ফাউন্ডেশন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ বীর প্রতীক (অব.) ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশনের বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ বীর প্রতীক (অব.) ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশনের চেয়ারপার্সন বীর প্রতীক (অব.) লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ। মণিরামপুরের সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক।বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,লেফটেন্যান্ট জেনারেল এম হারুন অর রশিদ বীর প্রতীক (অব.) ও বেগম লায়লা নাজনীন হারুন ফাউন্ডেশ নের সেক্রেটারী জেনারেল মোঃ এরশাদ উর রশিদ,
যশোরের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি আতাউর রহমান জসি, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানের শেষে ৭পরিবারের সদস্যদের মাঝে ভ্যান, নগদ অর্থ ও ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ী সামগ্রী বিতরণ করা হয়েছে।