আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই ও ধর্ম যার যার, রাস্ট্র সবার এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

পারবাজার শিববাড়ী মন্দিরে শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টা থেকে সারাদিন ব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও যশোর জেলা কমিটির উপদেষ্টা মি. জোসেফ সুধীন মন্ডল।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাসের সভাপতিত্বে মুখ্য অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ দত্ত, উদ্বোধক ছিলেন যশোর জেলা কমিটির সহ সভাপতি শ্রী যোগেশ পাল, শ্রী অসীম কুমার মন্ডল, প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার ঘোষাল। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা কমিটির যুগ্ম সম্পাদক সঞ্চয় রাসেল মন্ডল, বিকাশ আইচ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সভাপতি শ্রী তিমির ঘোষ জয়।

ঝিকরগাছা উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক মৃনাল কান্তি দত্তের সঞ্চালনার মধ্যদিয়ে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা শাখার সভাপতি জয়দেব সিংহ, সাধারণ সম্পাদক উত্তম রায়, বাংলদেশ পূজা উদযাপন পরিষদের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি দুলাল অধিকারী, সাধারন সম্পাদক তড়িৎ দাস, যশোর জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব তন্ময় মন্ডল সহ আরো অনেকে।

উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বাষিক কাউন্সিলের মাধ্যমে অতিথিবৃন্দরা ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি করেছেন গিলবার্ট নির্মল বিশ্বাস ও সাধরণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *