আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকা রি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়া তে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সার্বি ক সহযোগিতায় গত বৃহস্পতিবার (০৬ জুন) শুরু হওয়া ৮দ লীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা সোমবার সকাল ১১টার সময় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় ৯ম শ্রেণির দুটি দল অংশগ্রহণ করে নির্ধারিত ০৬ অভারের শুরুতেই টসে জিতে আসিফের টিম ৫০রান করে চাম্পিয়ান এবং পরব র্তীতে তাদের বিপক্ষে নাফিজের দল ৪৯ রান করে রানার্স আপ হয়েছে।
ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের মাঠ প্রাঙ্গণের এই খেলায় প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর পরিচালক হাবিবুর বাশার।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমু খি (এম এল) মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এফএম সা জ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, শবনম পারভিন, উজ্জ্বল বিশ্বাস, স্বপন কুমার ঘোষ সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। খেলার সার্বিক পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস।