• আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে” যুব ও ক্রীড়া মন্ত্রণা লয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাস নের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের ৩য় দিনে ক্রিকেটও ফুটবল প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (স্কুল ও কলেজ পর্যায়ে),বিজ্ঞান বিষয়ক কুইজ, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও পরিশেষে উপজে লা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনু ষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১০টায় ঝিকরগাছা বিএম হাই স্কুল ও উপজেলা পরিষদের মধ্যের সারা দিনের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা র্থীরা অংশগ্রহণ করেছেন। তারুণ্যের উৎসবে উপ জেলা পর্যায়ে আয়োজনে সভাপতির দায়িত্বে ছি লেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশ নার ভূমি নাভিদ সরওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জমোঃ বাবুলর রহমান খান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) টি, এমমেসবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলা ম, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষ দের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক অফিসার আবু সাঈদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভি সের পরিচালক আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতি নিধি মাহমুদ হাসান,রবিন, আঁখি, স্মরন, রিকন আহমেদ, আলামিন, মিতা, কান্তা, ঐশী সহ সংশ্লিষ্ট উপ কমিটির নেতৃবৃন্দ।উল্লেখ্য, ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে মঙ্গলবা রের আয়োজনে থাকবে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন স্টলে উপস্থাপিত প্রকল্পের মূল্যায়ন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী, তারুণের উৎসব উপলক্ষ্যে কুইজ, বিজ্ঞান অলি ম্পিয়াড ও পরিশেষে বিকালে উপজেলাশিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।