1. আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগা ছায় বেস্ট লাইফ ইন্সুরেন্সের ঝিকরগাছা শাখার উদ্যো গে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়ে ছে সম্প্রতি,সস্থার নিজস্ব কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়।
  2. অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন,বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি র এএমডি খন্দকা র জিয়া উল হক।
  3. তিনি তার বক্তব্য বলেন, বীমাপলিসি ঝুঁকি মোকাবে লায় নিশ্চয়তা দেয় প্রতিটি বীমা পলি সির গ্রাহক ও নমিনির ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। যা অন্য কোন আর্থিক প্রতি ষ্ঠান দিতে পারেনা।পলিসি গ্রাহ কের মৃত্যু ঝুঁকির পাশাপা শি, আপৎ কালীন প্রয়োজনে প্রিমি য়াম সঞ্চয়ের লভ্যাংশ ফেরত পাওয়া যায়।
  4. বীমা গ্রাহকের আস্থা ফেরাতে অনলা ইন ব্যাংকিংসেবার মাধ্যমেপ্রিমিয়ামের টাকা জমা দেয়া ও জমা কৃত অর্থের সেবার নিশ্চয়তা দেয়া হচ্ছে উল্লেখ করে বলা হয়, মাঠ পর্যা য়ে গ্রাহকের আস্থা অর্জনে প্রতিটি কর্মীকে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।
  5. অনুষ্ঠানে ঝিকরগাছা অফি স ইনচার্জ এ এ ডি মোহাম্মদ আমির হোসেনের সভাপ তিত্ব বিশেষ অতিথি ছিলেন, এডি মোহাম্মদ আলমগীর হোসেন ও ঝিকরগাছা প্রেসক্লা বের সভাপতি রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরি কুল ইসলা ম, বেস্ট লাইফ ইন্সুরেন্স ঝিকর গাছা শাখার ব্রাঞ্চ ম্যা নেজার সাংবা দিক তারিখ মোহা ম্মদ, উপ জে লার সাবে ক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
  6. ও ব্রাঞ্চ ম্যানে জার নাহিদ আ ক্তার, ব্রাঞ্চ ম্যানে জার শামী মা সুলতানা, ফাতেমা খাতুন প্রমু খ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *