আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যথাযথ মর্যাদায় সারাদে শের ন্যায় যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কু লের কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন, উপজেলা প্রশা সন, ঝিকরগাছা পৌরসভা, যশোর পল্লী বিদ্যুৎ সমি তি-১ এর ঝিকর গাছা জোনাল অফিস, ঝিকর গাছা সরকারি বহুমুখি মডেল হাই স্কুল, ঝিকরগাছা বদরু দ্দিন মুসলিম হাই স্কুল ও ঝিকরগাছা প্রেস ক্লাবসহ অন্যান্য সংগঠন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের শুক্রবার (২১ ফেব্রু য়ারি) রাত ১২টা ১মিনিটের সময়, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষাদিবস-২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশ নার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, থানা র অফিসার ইনচার্জ বাবলু র রহমান খান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানা র অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফি সার মাসুমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা প্রাথ মিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহা ঙ্গীর হুসাইন মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা আইসিটি অফি সার মইনুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, ঝিকরগাছা সরকারি বহুমুখি (এম এল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফি জুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফ এম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বদরুদ্দিন মুস লিম (বিএম) হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,একাডেমিক সুপারভাইজার মোঃ কামরু জ্জামান, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপা রেটর ইমদা দুুল হক ইমদাদ, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলা ম, বীরমুক্তিযোদ্ধা, সংবাদক র্মী, ছাত্র প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *