আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা পৌর সদরের ৩০নং পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক চড়ুই ভাতি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সারা দিন ব্যাপী স্কুল প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শুরম্ন হয় চড়ুইভাতিতে শিক্ষার্থী দের আনন্দ মেলা, খেলাধু লা, মধ্যাহ্নভোজ, লটারি, পরিশেষে সফল ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রা প্ত) মোঃ আবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পর্ষদের দাতা সদস্য হারম্নন অর রশিদ, ¯িস্নপ কমিটির অনুদানকারী মো¯ত্মাফিজুর রহমান বাবু, অভিভা বক, মাল্টিমিডি য়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফ জাল হোসেন চাঁদ, পুরন্দরপুর মসজিদের পেশ ইমাম আরশাফুল আলম, অবস রপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুন, পুরন্দরপুর সরকারি প্রাথমি ক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা পার ভীন, শাহনাজ পার ভীন, মনিরম্নজ্জামান মনির, রাবেয়া খাতুন, জেসমিন আক্তার, রোজিনা সুলতানা, উবাইদুর রহমান, শামীমা ইয়াসমিন, দপ্তরী মাসুদ রানাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *