মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ১০ হাজার ৯’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই। সেসময় উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন গ্রামের ১০ হাজার ৯’শ কৃষকের মাঝে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ শুরু করা হয়। এবার উপজেলার ৭ হাজার ৪’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি রাসায়নিক সার এবং ৩ হাজার ৫’শ কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ দেওয়া হচ্ছে। আগামী ৩১ মার্চের মধ্যে এ বিতরণ কার্যক্রম শেষ হবে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা।