ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু’ এ শ্লোগানে এ বিজ্ঞান মেলা অুনষ্ঠিত হয়। ঝিনাইদহ নিউ একাডেমী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদ হের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় ওয়েল ফে য়ার এফোর্টস (উই)’র আয়োজনে এ মেলায় ঝিনাইদহ সদরের ২২টি ও হরিণাকুন্ডু উপজেলার ১০টি শিক্ষা প্রতি ষ্ঠান অংশ নেয়। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করেন।
এসব মডেলের মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের নানা সমস্যা।সমাধানের নতুন ধারণা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার।এফোর্টস (উই) এর পরি চালক শরিফা খাতুন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, ঝিনাইদহ সরকারি নুরুন নাহার মহিলা কলেজের।সাবেক ভাইস প্রিন্সিপাল এনএম শাহা জালাল, ঝিনাইদহ সরকারী উচ্চ।
বালক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ইমরান হোসেন, নিউ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বাদশা।
এসময় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়া গাছা লাল মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, দরীবিন্নি মা ধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান ও শহীদ।স্মৃতি বিদ্যাপীঠ তৃতীয় স্থান অধিকার করে।
তাছাড়া স্টল বা প্রজেক্ট দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান ও জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে
ঝিনাইদহে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত