মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনেএ।
তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম।সংবাদ সম্মেলন থেকে জানানো হয় আগামী ২২ মার্চ জেলার ৬ উপজেলার ১২৩ টিপরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রী শেখহাসিনা সারাদেশের ন্যায় ঝিনাইদহেও ভার্চুয়ালি এ ঘর হস্তান্তর কর্মসূচীরউদ্বোধন করবেন। ৪০০ বর্গফুটের প্রতিটি গৃহে রয়েছে ২ টি বেড রুম,একটি রান্না ঘর, একটি ইউটিলিটি রুম, একটি টয়লেট ও একটি বারান্দা।
ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যানচালক, বেদে সম্প্রদায়ের সদস্য, বিধবা, স্বামী পরিত্যাক্তা, ষাটোর্দ্ধ প্রবীণসহ অন্যান্য ভূমিহীনদের এ ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে।