মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা এস এস রফিকুল ইসলাম, পুলিশ সুপার আশিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, পৌরসভা মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুন্নবী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা গ্রামের আ¤্রকাননে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করেন। পরে এই বৈদ্যনাথ তলাকেই মুজিবনগর হিসাবে ঘোষণা করা হয়। এছাড়াও বক্তারা মুজিবনগর দিবসের নানা দিক তুলে ধরেন।