মোঃ হাবিব ওসমান ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ র্যাব-৬, এর অভিযানে আজাদ হোসেন (৪২) নামে এক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর চাঁদপাড়া গ্রামের মোকাদ্দেস হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার (১৯ এপ্রিল-২৩) ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার জিআর নং-১২৮/১৮,এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহের আরাপপুর চাঁদপাড়া এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদে র্যাব সেখানে অভিযান চালিয়ে এ দিন বেলা ১ টার সময় আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহের সদর থানায় হস্তান্তর করা হয়।