হাবিব ওসমান, কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করেন জেলা ওলামা দল।
জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএ নপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছি লেন জেলা বিএনপির.সাধারণ সম্পা দক জাহিদুজ্জামা ন মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারু জ্জামান,.এ্যাড. কামা ল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পা দক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজে দুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহ মান শেখর, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আশ রাফুল ইসলাম পিন্টু, ও লা মা দলের কেন্দ্রীয় সদস্য আ নোয়ার হোসেন।
অনুষ্ঠান পরি চালনা করেন ওলামা দলের সদস্য.সচিব এইচ এম কাম রুজ্জামান।
সেসময় বক্তারা, আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশা য়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা.রাখার আহ্বান জানান।
পাশাপাশি যারা জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে
সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক করার পরামর্শ দেন।
Bartabd24.com সব খবর সবার আগে