মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি’র পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপি’র কার্যালয় থেকে র্যালীটি বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অপর্ণ করে দলটির নেতাকর্মীরা।
পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকলের ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান।