Breaking News

ঝিনাইদহে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামন খালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভা পতি কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌ ধুরী ও বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের ম ধ্যে বিরোধ চলে আসছিলো।

বেশ কয়েকদিন যাবত কলা মনখালীগ্রামে দু’পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চল ছিলো। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আসাদ চৌধুরীর ৮জন এবং মাসুদ জোয়ার্দারের পক্ষের ৭জনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরতর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘট না ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …