মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘স্মার্ট ভুমি সেবায় ভুমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক
ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলামসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ভূমি সেবা আরো সহজিকরণ করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।