ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সাখাওয়াত বিশ্বাস (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার সকাল ৮টার দিকে সদর উপজেলা চাপড়ির মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাখাওয়াত পেশায় ইজিবাইক চালক ও শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দিঘল গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ঝিনাইদহ শহর থেকে অন্য এক ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত।
পথিমধ্যে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত ইজিবাইকটির গতিরোধ করে। ওই দুর্বৃত্তদের সাথে সাখাওয়াতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা সাখাওতকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ওইসময় তার সাথে থাকা অন্য যাত্রীরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *