Breaking News

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবীতে মানববন্ধন

হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও নব গঙ্গা নদী সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ^বি দ্যালয় বাস্তবায়ন কমিটি।

এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জা মান মনা, জিপি মোকাররম হোসেন টুলু, দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টুসহ অ ন্যান্যরা।

সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহ জেলা দীর্ঘদিন ধরে অবহে লিত। এখনও রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, চিকিৎসা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে মানুষ। তারা অবিলম্বে ঝিনাইদহে রেললাইন স্থাপন, মেডিকে ল কলেজ প্রতিষ্ঠা এবং নবগঙ্গা নদী খনন ও সংস্কারের দাবি জানান।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …