Breaking News

ঝিনাইদহে শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বধির ও শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌ লি ক অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ইশারাভাষী কল্যাণ সংস্থার পক্ষ থে কে ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট এই স্মার কলিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে প্রতিবন্ধীর জানান, আমাদের জেলায় অসংখ্য শ্রবন প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য রাষ্ট্রিয় কোন উল্লেখযোগ্য সহায়তা বা অনুদান প্রদানের পদ ক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে।
তাদের আর্থসামাজিক উন্নয়ন ও পূর্ন বাসনের লক্ষ্য ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতে নিম্নলিখিত ৭ দফা দাবি আদায়ে তারা মাননীয় জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের ৭ দফা দাবি সমূহ- ১। আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখন্ড সর কারি ভূমি বরা দ্দ প্রদান। ২। ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্য কর্ম স স্থান ও পূর্ণবাসনে আর্থিক সাহায্য ও আবাসন নির্মানপ্রদান। ৩। সকল বধি রদের জন্য সামাজিক পূর্ন নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযো গি তা  করণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আই নগত সে বা প্রদান।
৪। ত্রাণ ও খাদ্য মন্ত্রনালয় হতে খাদ্য সামগ্রী প্রদান ও ভিজি এফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ । ৫। সকল বধি রদের জন্য যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়ার ব্যবস্থা গ্রহণ। ৬। সকল বধিরদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পস্থাপনে ত ফ সিলি ব্যাংক হতে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান ও ৭।
জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহা সমা বে শে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি  সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্র nnbদান। স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইশারাভাষী কল্যাণ সংস্থার সভাপতি আল মগীর কবীর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক রতন মিয়া এবং ইশা রাভাষী দোভাষী আরিফ হাসান।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

One comment

  1. ঝিনাইদহে শ্রবন প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক
    অধিকার নিশ্চিতের দাবীতে স্মারকলিপি প্রদান