আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই দেশটির এবারের নির্বাচন স্পষ্টতই দ্বিতীয় দফায় গড়ানোর পথে রয়েছে। তবে ভোটের হিসাবে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার ভাগ্য এখনো ঝুলে থাকলেও এরই মধ্যে এরদোয়ানের সমর্থকরা উল্লাসে মেতেছেন।
তুরস্কের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে রবিবার (১৪ মে)। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ৯৭ শতাংশের বেশি ভোট গণনা শেষে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী এখনো একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। যদিও পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল এ কে পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স
তুরস্কের সংবাদমাধ্যমগুলোর হিসাব বলছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টা পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের ৯৭ দশমিক ৪৫ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এতে এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৪০ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওলু পেয়েছেন ৪৫ শতাংশ।
নির্বাচনী আইন অনুযায়ী, তুরস্কে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোটে যেতে হবে। সেই হিসাবে, ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে। দ্বিতীয় দফার ভোটের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।