আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনের পার্শ্বর্বতী তিলকপুর জাফরপুর ষ্টেশনের মধ্যের্বতী রায়নগর নামকস্থান থেকে ট্রেনে কাটা পড়ে রব্বানী (৩৩) নামের এক ব্যক্তির মূত্যু হয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধমে তার পরিচয় সনাক্ত করেন। সে শেরপুর জেলার নকলা উপজেলার কারইকান্দি গ্রামের চানমিয়ার ছেলে বলে জানাগাছে।
সাান্তার রেলওয়ে পুলিশ জানান, শনিবার সকাল ১০টারদিকে উল্লেখি স্থানে রেল লাইন পারাপারের সময় রাজশহী থেকে নীলফামারীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করেছে।
পরে সিআইডি ফিঙ্গার প্রিন্টের মাধমে তার পরিচয় সনাক্ত করার পর ময়না তদন্তের পর পরিবারের লোকজনের কাছে তার লাশ হস্তন্তর করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ।