রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের পাইকপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ২ পরিবারের ৮টি ঘর পুরে ছাই হয়ে যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সকালে  এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত সাবদুল ইসলামের ছেলে ফয়জুল ইসলাম ও তার ভাই সাইফুল ইসলাম সোমবার রাতে ঘুমিয়ে পরেন। পরে রাত ৩টায় তাদের উভয়ের বাড়িতে আগুন ধরলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ২ ভাইয়ের প্রায় ৮টি ঘর পুরে ছাই হয়ে যায়। এ সময় ১টি গরু, ১টি ছাগল, নগদ ৭০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার প্রদীপ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েলের আগুন থেকে এ ঘটনার সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *