রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অ ফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন গুরু ত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিস চত্বরে আলে চানা সভা অনুষ্ঠিত হয়।
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীর ভবি ষ্যৎ গড়ি” এই শ্লোগানে উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রেম দীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্/ইপারের সহযো গিতায় আলোচনা সভায় ঠাকুরগাঁও প্রেসকাবের সভা পতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদার, উপজেলা প্লার্টফর্মের সদস্য আশ রাফ হোসেন, মাহাবুব রশিদ, প্রেম দীপ প্রকল্পের সদর উপ জেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, টিভেট এন্ড ইয়্যুথ ডেভলপমেন্ট অফিসার মো: শাহিন, আদিবাসী নেতা সিকম পাহান, মঙ্গল টুডু, হপন টুডু প্রমুখ।
আলোচনা সভায় প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ ও আদিবাসী সদস্য দেরবি ভিন্ন টিমের প্রতিনিধিগণ উপ স্থিত ছিলেন। সভায় বিভিন্ন ধরনের দুর্যোগ প্রশমন বিষয়ে বিস্তা রিত আলোচনা করা হয়।