রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, “কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই এবারে ডাকিয়া বলে ওহ ভাই চড়াই কৃষকের পাকা ধান খেয়ে করছো কেন খান খান।
ঠাকুরগাঁওয়ে আমনের মাঠে ঝাঁকে ঝাঁকে পাখি বসায় ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাখি তাড়াতে জমি পাহারা দিচ্ছেন কৃষকদের পাশাপাশি শিশুরাও।
জানা গেছে, এবার ভারি বৃষ্টির কারণে রোপা আমন চাষে কিছুটা দেরি হয়েছে।
এজন্য কৃষকরা কম সময়ে ফসল তুলতে আগাম জাতের ধান চাষ করেছেন।
এসব জমির ধান এখন আধা পাকা, পাকতে শুরু হয়েছে কোথাও কোথাও।
এদিকে জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই সহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে।
বিভিন্ন ধানক্ষেতে গিয়ে দেখা যায়, ফসল রক্ষায় কৃষকরা না না পদ্ধতি অবলম্ব করছেন।
অনেক জমিতে শিশুরা টিনের সাহায্যে উচ্চ শব্দ সৃষ্টি করে পাখি তাড়াচ্ছেন, অনেক আবার দিনভর জমিতে বসে পাহা রা দিচ্ছেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিগারিন সুলতানা বলেন, পাখিদের খাদ্য সংকট থাকায় তারা আগাম জাতের রোপা আমনের জমিতে এসে বসছে।
এ অবস্থা মোকাবিলার জন্য নেট জাল দিয়ে জমি মুড়িয়ে রাখার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।