Breaking News

ঠাকুরগাঁওয়ে উত্তরণ ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ জমজমাটপুর্ন আয়োজনের মধ্য দিয়ে উত্তরণ ক্রীড়াচক্র ফুটবল টুর্না মেন্ট উদ্বোধন করা হয়। শ

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

“মাঠে মাঠে খেলা চাই, মাদক মুক্ত সমাজ চাই” এই শ্লোগা নে স্থানীয় “বন্ধু স্মৃতি সংঘ”র আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপ তি মো: মুরাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশে ষ অতিথি জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায় মো: মাসুদু ল ইসলাম মুন্না, সদস্য সচিব মো: কামরুজ্জামান কামু, যুগ্ম আহবায়ক মো: মাহবুবুর রহমান মাহাবুব, সদস্য মো: শাহনশাহ মোহাম্মদ শাহারিয়ার, জেলা যুবদলের আহবা য়ক মো: আবু হানিফ মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ, সদস্য মো: সাখাওয়াত হোসেন সাব্বির, মো: মাসুদ রানা রনি, নজরুল ইসলাম রনি, মো: মেহফুজু র রহমান সবুজ, মো: শরিফ হোসেন স্বপন, মো: সুবর্ন পালিত প্রমুখ।

উদ্বোধনী খেলায় “কেএসএফএ” টিম তুমুল প্রতিদ্বন্দি তাপুর্ন ম্যাচে ৪ – ০ গোলে “ভুল্লী ক্লাব” টিমকে পরাজিত করে কেয়াটার ফাইনাল নিশ্চিত করে।

খেলা পরিচালনা করেন মো: আসাদুজ্জামান শামিম। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সুজন, সম্পদ, স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি টিম অং শগ্রহণ করছে।

About admin

Check Also

ঝিকরগাছায় সাংবাদিকদের সাথে ইউএনওর সাথে মতবিনিময় সভা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : ‎যশোরের ঝিকর গাছায় সম্মানিত সাংবাদিকবৃন্দের  সাথে সদ্য যোগাদান কৃত উপজেলা …

2 comments

  1. Looking for the best betting promo now? Claim your exclusive bonus and start betting with extra value. Quick start, just enter the promo and win big! https://www.imdb.com/list/ls4108972610/ Free wager without deposit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *