Breaking News

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রহমত আরিফ ঠাকুরগাঁও: আয়োজনের মধ্য দিয়ে ঠাকুর গাঁওয়ে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবা র্ষি কী পালিত হয়ে ছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁ ও প্রেস ক্লাব ভিআইপি হল রুমে আলো চনা সভা ও কেক কাটা অনুষ্ঠা নের আ য়োজন করা হয়
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপ তি লুৎফর রহ মান মিঠুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, বিশিষ্ট শি ক্ষাবিদ ও অধ্যাপক মনোতোষ কুমার দে, ঠাকুর গাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকু রগাঁও সদর উপজে লা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সদ র থানার অফিসার ইনচার্জ (ওসি) সা।রোয়ার আলম প্রধান, জেলা শিক্ষা কর্মক র্তা শাহিন আকতার, ঠাকুরগাঁও সর কারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধা রণ সম্পা দক মাহাবুব রহমান তুহিন, একু শে টিভির ঠাকুরগাঁও প্রতি নিধি জসিম উদ্দীন এবং দেশ বাংলার প্রতি নিধি বিশা ল রহমান প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে দৈনিক কালবেলার ঠা কুরগাঁও জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন বলেন, কালবেলা শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরি বেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।
এ ধারাবাহিকতা বজায় রেখে সাংবাদি কতার মান উন্নয়নে কাজ করে যাবে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, অল্প সময়ে কালবেলা অনেক জনপ্রিয়তা পেয়েছে। দেশের গণমাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ পরি বেশনের প্রতীক হয়ে উঠেছে। এ ধারা বাহিকতা যেন ধরে রাখে গণমাধ্যমটি।
তারা আরও বলেন, সাংবাদিকরা সমা জের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করছেন, তাই তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পত্রিকা ও টেলি ভিশন চ্যানেলের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছি লেন
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কা টা মাধ্যমে অনুষ্ঠা নের সমাপ্তি হয়।

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *