রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ট্র্যাফিক আইন মান বো, নিরাপদ ঠাকুরগাঁও গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ জুন ) দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় রুপ শী ফিলিং স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুর গাঁওয়ের পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক।
এসময় তিনি সব গাড়ি চালকদের সড়ক পরিবহন ও ট্রফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করেন।
সেই সাথে পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি ও প্রদান না করার নির্দেশ দেন। তাই তিনি পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়ে ল’ লেখা সম্বলিত ব্যানার লাগিয়ে দেন।
অন্যান্যদের মধ্যে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোছা. লি জা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ, জেলা ট্রাফিকের কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি মো. মনসুর আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।