রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক পর্যালোচনা ও কর্ম পরিকল্পনা প্রণয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার শহরের গোবিননগরস্থ ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে কর্মশালায় বক্তব্য দেন, প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার মি: লোটাস চিসিম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডী, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাতিন রায়, শাহ কামাল, ব্যাটেল সরকার, ডমেনিক রিবেরু, ম্যানুয়েল বৈদ্য, রেবেকা দাস, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।
কর্মশালায় সরকারী-বেসরকারী প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, ভিডিসি, শিশু ও যুব ফোরাম এবং এলাকার বিভিন্ন অংশীদারগণ অংশ নেন।
এ সময় বার্ষিক পর্যালোচনায় বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ণের বিষয়ে বিস্তারিত আলেচানা করা হয়।