রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে মৃত ২ দলিল লেখকের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার সদর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস (পুরাতন) চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমবায় কল্যাণ সমিতির আয়োজনে বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার।
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আব্দুল বাসেদ, নুরুল ইসলাম, আব্দুল হাই, মাসুদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় মৃত দলিল লেখক লতিফুর রহমান ও মকবুল হোসেনের পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা বিতরণ করা হয়।