১মে সোমবার বিকালে শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শিল্পকলা একাডেমির হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী জেলা ও উপজেলার শুভসংঘের প্রতিনিধিরাসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অংশ নেয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাদেকুল ইসলাম, পরিচালক জাকারিয়া জামান, সাংবাদিক মনসুর আলী, প্রফেসর মনতোষ কুমার দে প্রেশক্লাবের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খান প্রমুখ।