Breaking News

ঠাকুরগাঁওয়ে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা কৃষকের

রহমত আরিফ,ঠাকুরগাঁও: খোলা বাজারে রাসা য়নিক সারের অভাবে কৃষকরা বিপাকে পরে ছে।
টাকা নিয়ে ডিলারদের কাছে হন্ন হয়ে ঘুর লে ও সার না পাওয়ায় আন্দোলনে না মেন প্রা ন্তিক কৃষক ও খুচরা ব্যবসায়ীরা।
ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (১৩অক্টোবর) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপ জেলা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানবব ন্ধন কর্মসূচি পালন করেন তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ডিলার অ্যা সো সিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে ব লেন, চলতি মৌ সুমে আলু, গম ভুট্টাসহ নানা রকম ফসল উৎপাদন করবে কৃষকরা।

কৃষকের প্রয়োজন মতো খোলা বাজার থে কে সার ক্রয় করতো। কিন্তু বর্তমানে খোলা বাজারে তীব্র সা র সংক টের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

২০২৩ সালে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বিসিআ ইসি ডিলারদের বরাদ্দ করা সারের মধ্য ৬০ ভাগ খুচ রা ব্যবসা য়ীদের দিতে হবে।

এটি বাস্তাবায়ন হলে সারের সংকট থাক বে না। কৃষক রা তাদের সুবিধাম তো সার খুচরা বিক্রেতা দের কাছ থেকে কিনতে পারবে। আমরা প্রজ্ঞাপন বাস্তবায় নের দাবিতেই রাস্তায় দাঁড়িয়েছি।

অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি আন্দোলনরতদের।

অবিলম্বে তা কার্যকর না হলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন বক্তা রা।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

One comment

  1. ঠাকুরগাঁওয়ে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা কৃষকের