রহমত আরিফ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যা য়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধা ভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গড মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ ভালো আছে। আপনারা নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। সারাদেশের অসহায় মানুষদের নানা ধরনের ভাতা দেওয়া হয়েছে। বিনামূল্যে গৃহায়ণ দেওয়া হয়েছে। এছাড়াও অনেক ধরনের সেবা নিশ্চিত করা হয়েছে। তাই এসব সুযোগ সুবিধা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার দরকার। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সহ-সভাপতি অশোক কুমার দাস, ঠাকুর গাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।
এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য দেন, রুহিয়া থানা আও য়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ইউনিয়ন পরি ষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আও য়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের আশ রাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে থাকার জন্য সকল সুবিধাভোগীদের আহ্বান জানান।
উল্লেখ্য, রুহিয়া পশ্চিম ইউনিয়নে ৪৬৫০ জনকে বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি, টিসিবিসহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। এছাড়াও ১০০টি গৃহায়ণ ঘর অসহায় মানুষদের দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *