রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০১ (এক) জন আসামীকে গ্রেফতারকরা হয়।
৩১ অক্টোবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলি শ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরি চালনা করা হয়। উক্ত অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধা রসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখ (ডিবি), ঠাকুরগাঁও কর্তৃক থানাধীন ১০ নং জাবরহাট ইউপিস্থ ৮ নং ওয়ার্ডের অন্তর্গত মহাদেবপুর নলদিঘি গ্রামস্থ অরুণ চন্দ্র রায় এর বসতবাড়ির সামনে মাটিয়ানী গ্রাম হতে করনাই বাজার গামী কাঁচা রাস্তার উপর থেকে ৯৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ আনারুল ইসলাম (৩৭), পিতার নামঃ মোঃ আব্দুল হামিদ, গ্রাম- রণশিয়া, থানা- , জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফ তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।