রহমত আরিফ ঠাকুরগাঁও: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলা র ছোট খোচাবাড়ীতে ফুটবল টুর্নামে ন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার  বিকেলে নারগুন ভূমি অফিস সংলগ্ন মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

ছোট খোচাবাড়ী মিতালী সংঘের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিতালী সংঘের সভাপতি মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউপির সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী, প্রধান উপদেষ্টা ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: তোজাম্মেল হক, বিশেষ অতিথি মিতালী সংঘের সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ, স্থানীয় যুবনেতা মো: বাবলা প্রমুখ।

অনুষ্ঠানে মিতালী সংঘের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্য মান্য ব্যক্তি, সমাপনী খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের কর্মকর্তা, খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় “নারগুন যুব সংঘ” টিম ২ – ০ গোলে ”সিংগিয়া ফুটবল একাদশ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমার্ধ গোলশুন্য থেকেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে নারগুন টিমের স্ট্রাইকার সোহান একটি গোল করে টিমকে এগিয়ে নেয় এবং ম্যান অফদ্যা ম্যাচ নির্বা চিত হয়।

পরক্ষনেই কায়েস আরও একটি গোল করলে ২-০ তেই খেলার সমাপ্তি ঘটে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি ও স্মার্ট টিভি তুলে দেন অতিথি বৃন্দ।

খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: আসাদু জ্জামান শামিম। সহকারী পরিচালক ছিলেন মো: আলতাফুর আলিম ও মো: জয়নাল আবেদীন।

ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: রাসেল ইসলাম। খেলা চলাকালীন মাঠের চারিদিকে দর্শক সমা গম ছিল প্রচুর। বিশেষ করে নারী দর্শকেরা সকলের নজর কাড়ে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্র হন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *