Breaking News

ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্থ  ঠিকাদারদের অফিসে তালা ঝুলিয়ে দেবার আল্টিমেটাম

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা॥ ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের তোপের মুখে অফিস ছেড়ে পালানেন স্থানী য় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্র কৌশলী মামুন বিশ্বাস।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে (এলজিইডি)র জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এক জরুরি বৈঠকে বসেন ক্ষতিগ্রস্ত ঠিকা দাররা।
এসময় তারা নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতা ও সমন্বয় হীনতার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে পড়লে তাদের তোপের মুখে নির্বাহী প্রকৌশলী পালি য়ে যাবার এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানাযায়, প্রায় ৪ শতাধিক ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে সোমবার অফিসে উপস্থিত হন।
এসব টেন্ডারের ওপেনিং ডেট ছিল ওইদি নই। নিয়ম অনু যায়ী ঠিকাদাররা প্রায় ৬৯ লক্ষ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন।
তবে হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানিয়ে দেন, টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং বাতিল সংশ্লিষ্ট কা গজপত্র ঢাকায় পাঠানো হয়েছে।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, বা আগে থেকে কে ন কোনো নোটিশ দেয়া হয়নি- এসব বিষয়ে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি বলে অভিযোগ করেছেন ঠিকা দাররা।
অঘোষিতভাবে নির্বাহী প্রকৌশলীর টেন্ডার বাতিলের এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা।
তারা জানান, “কোনো পূর্বঘোষণা বা কারণ না জানিয়ে হঠাৎ টেন্ডার বাতিল করা হয়েছে। এতে আমরা চরম ক্ষ তির মুখে পড়েছি।
আগামী ২৪ ঘন্টার মধ্যে এর সঠিক কারন এবং সুরাহা দিতে না পারলে আমরা নির্বাহী প্রকৌশলীর রুমে তালা ঝুলিয়ে দেবো।
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি এখানে এসে সে সরকারের এজেন্ডা এখনো বাস্তবা য়ন করছেন এবং ফ্যা সিস্ট সরকারের দালাল ঠিকাদার দের সব ধরনের বিল তিনি সুকৌশলে পরি শোধও করছে ন।
এখন তিনি এ ধর নের নাটকীয় ঘটনার অবতারনা কর ছেন।”
নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস অফিস ছেড়ে চলে যাবার পরও দীর্ঘ সময় তার কক্ষে অপেক্ষা করে তাকে বা তার স্টাফদের পাওয়া যায়নি।
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, ঢা কা থেকে আমাদের কাছে আ সা নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। তবে ফ্যাসিস্ট সরকা রের এজেন্ডা বাস্তবা য়ন অভিযোগের বিষয়টি তিনি অশি ^কার করেন।

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *