রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে গত তিন মাসে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। তবে পুলিশের এমন নিয়মতান্ত্রিক অভিযানে বিপাকে পড়েছেন যানবাহনচালকরা।
দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা প্রতিদিনই জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচলকারীদের কাছে গাড়ির কাগজপত্র খতিয়ে দেখছেন।
তারা রাস্তায় যানবাহন চলাচলে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ও ফিটনেসসহ যাবতীয় কাগজপত্র দেখছেন এবং চালকদের সচেতন করছেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র কিংবা মেয়াদোত্তীর্ণ কাগজ নিয়ে চলাচল করলেই চালকদের জরিমানা করা হচ্ছে।