রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ দুই কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর)  ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ শীষক প্রকল্পের আওতায় দুই কোটি ৭৪ লক্ষ ৬১ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জে লা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের নি র্মাণ কাজ সম্পন্ন করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন; আর এই উন্নয়নের ধারাবাহিকতায় আজ জেলা বীজ প্রত্যয়ন এ জেন্সির ভবনের উদ্বোধন করা হলো।

এভাবেই বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে বর্তমান সরকারের উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে। বাংলাদেশকে আমরা উন্নত রাষ্ট্র ও স্মার্ট দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের সঙ্গেই থাকুন।

জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সর কার, ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সভাপতি ইকরা মুল হক একরাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *