Breaking News

ঠাকুরগাঁয়ে মসজিদের দান বাক্সের টাকা চুরি

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর ১০ নং ওয়ার্ডের দমকলের মোড়ে আকচা কাজীপাড়া জা মে মসজিদের দান বাক্সের টাকা চুরি হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) ভোর রাতে। এলাকায় চাঞ্চল্যকর ঘটনা।
মসজিদের দান বাক্সের তালা ভেঙে অজ্ঞাত চোরেরা নিয়ে গেছে দানকৃত টাকা। স্থানীয়রা জানায়, প্রতি বছরে দান বাক্স খোলা হয়, যেখানে সাধারণত কয়েক হাজার টাকা জমা হয়।
মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম জানান, আ মাদের এলাকাটা গরিব সবাই দান কনে প্রতিবছরে সব সদস্য কমিটির এবং সভাপতি সবারে সামনে খোলা হয় কিন্তু দুঃখ জনক ব্যাপার এতো মানুষ খারাপ নিচে নেমে ছে যে মসজিদে দান বাক্সের টাকা চুরি করে নেয়।
 সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি মসজিদ কমিটিকে জানান। “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
তারা বলেন, “মসজিদের দান বাক্সের টাকা মানুষের ঈমা নি দায়িত্ব থেকে দেওয়া হয় — এটি চুরি করা মানে ধর্মীয় অবমাননা।”
মসজিদ কমিটি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
উল্লেখ্য যে এই দোকানের মালিক মকলেছুর রহমান মকলেজ জানান
 দমকলের মোড় থেকে সাত, আটটা দোকান থেকে চুরি হয়ে যায় এবং এবং তার চুরি হয়ে গেছে গত কয়েক মাস থেকে।আমারও তামার তার চুরি হয় বর্তমানে সেই তামার তারের দাম ১৫ শ টাকা।

About admin

Check Also

হরিণাকু-ুতে বাসের ধাক্কায় এক ইজিবাইক যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগি খাতুন (৪৬) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *