ডেস্ক নিউজ: আজ জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি সম্মেলন) উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ের শাপলা হলে তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সম্মেলন শেষ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি।
জানা গেছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন অধি বেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিক নির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠান সহ ৩৪টি কার্য ও অধিবেশন থাকছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকা রের নীতিনি র্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরা সরি মত বিনিময় ও প্রয়ো ০জনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়ো জন করা হয়।
এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিব দের উপস্থি তিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন।
ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্ব য়কের দায়িত্ব পালন করে থাকেন।
mIigs5zK6xb
EgNk9ToGyHw
2nlkV17BMsU
tdwhXJWShrJ
ExlV7VCB72H
JNjUcmt1cAM
JqwbKy73K6F
Gyc5IuJM7u6
N4xTK8GkkOf
7WCXUj1D7EQ
HNEGWrLZidd
RGHSIeHNCaZ
1y1V294w6sp
7ZSP4qrSkLb
of7s7QmKyWE
XiIkTc1J4xF
wv6O8piOpDX
kgJ6ZcCUiGD
ceaEbvNijV4
EMY4wdiAhJ6
YYxDZPVFnQh
9G1onEpgTPv
Sdmutqc5i5M
ewhga45PN5e
Of2haP122NT
rYN0oUaJh9z
QA74T9mU2mo
ZJXSxIWSziR
jmwqS6Zxtw9
zbv8dR0Pwgh
1ryEtutOFLA
q111DXcAGzc
i3ccTJz677f
K6h1Mq1wFaX
3357nRwVpZo