শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেলথকেয়ার সোসাইটির সদস্যবৃন্দের সাথে Gain(গাইন)এর কর্মকর্তা বৃন্দের এক মত বিনিময় সভা ডুমুরিয়া মানবাধিকার সংগঠনেরনিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুল কাইউম জমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা মুজি বুর রহমান।অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সে ক্রেটারি আবু বক্কার মোল্লা ও সংগঠনের কোষাধ্যক্ষ বি এম নাজিম উদ্দিন।
আলোচনা করেন সংগঠনের নির্বাহী সদস্য,ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সংগঠ নের মহিলা সম্পাদিকা ও গেইন এর কর্মকর্তা মুক্তা আক্তা র, গোবিন্দ কুমার পাল,মাস্টার জাহিদুর রহমান, আঃ সা লাম মাদুকার,মো.মনির,মীনাক্ষী মন্ডল,ইরানি আফ রোজ প্রমুখ।
Bartabd24.com সব খবর সবার আগে