শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
সোমবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌ সুমে মাঠে ও বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাক সবজির (হাইব্রিড ও ইনব্রিড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে সহায়তার জন্য ডুমু রিয়া য় উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডুমুরি য়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ডুমুরি য়া উপ জেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস সভাপতি ত্বে ডুমুরিয়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ৮৩০জন সবজি ও ৯৭৫ রবিশষ্য বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, এ ডি ডি সুবির কুমার বিশ্বাস, স্বাগতম বক্তব্যদেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ইভা মল্লিক, যুব উন্নয়ন কর্ম কর্তা এস এম কামরুজ্জামান, সমবায় কর্মক র্তা সরদার জাহিদুর রহমা ন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ইন্জি নিয়ার রাশেল আ হমেদ, সাংবা দিক শেখ মাহতাব হো সেন,এস এ পি পি ও আলী হাসান, এ্যাড আল মগীর কবি র, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রেজাউল ইস লাম, অমিত বিশ্বাস, অশি নটন ,নুরুন্না হার, কৃষক রা শিদা পারভিন, অফিসারবৃ ন্দ সহ নির্বাচিত কৃষক-কৃষা নীরা।
আলোচনা সভা শেষে কৃষক ও কৃষাণিদেরকে বিনামূল্যে সার বীজ বিতরণ করেন।।
Bartabd24.com সব খবর সবার আগে
ডুমুরিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ