Breaking News

ঢাকায় জুয়েলারি দোকানে চুরি ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার

ঢাকা অফিস: রাজধানীর মালিবাগে একটি বিপণিবি তানের জুয়ে লারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালং কার চুরির অভিযোগ পাওয়া গেছে।
দোকানমালিকের ভাষ্য, বুধবার গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার।
ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। পুলিশ বলছে, চুরি হওয়া সোনার পরি মাণ নিয়ে বিভ্রান্তি আছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স। এই দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকা নমালিকের অভিযোগ।
ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় দেখা যায়, গতকাল দিবাগ ত রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা।
এ তথ্য জানিয়ে ওসি গোলাম ফারুক বলেন, ধারণা করা হচ্ছে, এখান দিয়েই চোর শপিং মলের ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের শাটার ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার তারা চুরি করে নিয়ে যায়। শপিং মলে র সব কটি সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, শপিং মলের সামনে নিরাপত্তাকর্মীরা দায়িত্বরত ছিলেন।
দিবাগত রাতে মার্কেট বন্ধ করে দোকানমালিক-কর্মচারীরা বাসায় চলে যান। এরপরই চোর শপিং মলের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে।
সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তসহ লুট হওয়া স্বর্ণালং কার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ আলম জানান,, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি রয়েছে।

About admin

Check Also

কারিতাসঃজলবায়ু পরিবর্তন জনিত অভিবাসীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা জরুরি

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। খুলনা, (১০ নভেম্বর) বাংলাদেশের দক্ষিণ—পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে জাতীয় …

One comment

  1. ঢাকায় জুয়েলারি দোকানে চুরি ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার