ঠাকুর প্রসাদ রায়,ভ্রাম্যমান প্রতিনিধিঃ(সাভার- ঢাকা) বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দের ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ শওকাত আলী, উপ-পরিচালক, স্থানীয় সর কার শাখা ঢাকা। প্রশিক্ষণের সময় সীমা  ১০ মার্চ – ১৩ মার্চ ২০২৫ ইং তারিখ।
আলোচক হিসেবে উপ স্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের  প্রকল্পের প্রতিনিধি জনাব মশিউর রহমান চৌধুরী(লিগাল এক্সপা র্ট), ওয়েভ ফাউন্ডেশ নের প্রতিনিধি জনাব নজরুল ইসলাম (প্রক ল্প সমন্বয়কারী) ।
প্রশিক্ষণ সঞ্চালনা করেন জনাব  নাজমুল হাসান, ডিসট্রিক্ট ম্যানেজার, ঢাকা জেলা। 
এছাড়াও প্রক ল্পের উপজেলা কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন।  উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সাভার, ধামরাই এবং কেরানী গঞ্জ উপজেলার হিসাব সহকারী কাম কম্পিউটার ও  ইউপি প্রশাস নিক কর্মকর্তা গণ।
প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, মামলার ধরন প্রকৃতি, মামলা দেওয়ার সময়সীমা জরিমানা ও ক্ষতিপূরণ প্রভৃতি বিষয়ে হাতে কলমে  বুনিয়াদী প্রশিক্ষণ  কোর্স আয়োজন করা হয়।গ্রামীণ অনগ্র সর ও প্রান্তিক জনগোষ্ঠীর বিচার প্রাপ্তির অভিগ ম্যতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে, গণপ্র জাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সম বায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ- এর উদ্যোগে বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলা দেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দেশের  ৮টি বিভাগের  ৬১টি জেলার ৪৬৬টি উপজেলার   ৪৪৫৭ টি ইউনিয়নে ২০২৩-২০২৭ মেয়াদে দেশের সকল ইউনিয়ন পরিষ দে (পাবর্ত্য অঞ্চলের এটি জেলা ব্যতিত) বাস্তবায়িত হচ্ছে বাংলা দেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বা Activ ating Village Courts in Bangladesh Phase III project এ প্রক্রিয়ার অংশ  হিসাবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২৫ টি জেলার ১৫৪টি উপজেলার ১৪৯৫টি ইউনিয়নেয় মাঠ পর্যায়ে কর্ম সূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংগ ঠন ওয়েভ  ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *