Breaking News

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর নিউমার্কেট এলাকায় আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তার জের ধরেই বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ বাধে।

তিনি বলেন, সংঘর্ষের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিজ নিজ কলেজে ফিরিয়ে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে আছে।

ডিসি আরও বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ছোটখাটো বিষয় থেকে ঘটে। এবার আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

পুলিশ জানায়, সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

About নিউজ ডেক্স

Check Also

শাহীন মাহবুব সাহিত্য বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) স্থানে পরিচিতি অনুষ্ঠান 

চৌগাছা( যশোর) প্রতিনিধি শাহীন মাহবুব সাহিত্য বিশ্ব বিদ্যালয় (প্রস্তাবিত) এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ছে। …