Breaking News

তদন্তের পর জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হলো: ফায়ার সার্ভিসের ডিজি

ঢাকা অফিস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গত কাল শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও আমাদের সদস্যরা কাজ করছে। পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করবো।

আগুনে দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আন সার সদস্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নন।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।

অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়ে ছে। ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘একপাশে আগুন নেভানো হয়েছে, সেখান থেকে মালামাল বের করে দেয়া হয়েছে।

আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপন করা। পরে বসে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছে।

কেমিক্যাল জাতীয় কোনও পণ্য ছিল কি না, জানতে চাই লে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

৩৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

About admin

Check Also

ডুমুরিয়ার বিভিন্ন বিলে অতিথি পাখির আগমন, পাখি শিকারীরা তৎপর

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।প্রাকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বিল …

3 comments

  1. তদন্তের পর জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হলো: ফায়ার সার্ভিসের ডিজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *